• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০১৯, ১২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩০, ২০১৯, ১২:৪০ পিএম

সাতক্ষীরায় তীব্র শীতে ৮ জনের মৃত্যু

সাতক্ষীরায় তীব্র শীতে ৮ জনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকায় তীব্র শীতে ও ঠাণ্ডাজনিত রোগে ৮ জনের মৃত্যু হয়েছে। উপজেলার কৈখালী এলাকায় শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল থেকে রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন, কৈখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আহম্মদের স্ত্রী জরিনা খাতুন (৭০), ৪নং ওয়ার্ডের মৃত এছেম গাজীর ছেলে খয়রাত গাজী (৭৫), আব্দুল গাজী (৭০) ৩নং ওয়ার্ডের ওমর গাজীর ছেলে লুৎফার গাজী (৭০), ২ নং ওয়ার্ডের মৃত বক্স গাজীর ছেলে রউফ গাজী (৯০), হামিদ গাজী (৭৬), ৬নং ওয়ার্ডের বিনয় কুমার মন্ডলের স্ত্রী ভাদ্রী বালা মন্ডল (৪৫) ও জয়খালি গ্রামের এন্তাজ চোকিদারের স্ত্রী মাজিদা খাতুন (৭৫)।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, তীব্র শীত ও ঠাণ্ডাজনিত কারণে আট জনের মৃত্যু হয়েছে। উপকূলবর্তী আমার ইউনিয়নটি ভাত সীমান্তবর্তী। বাংলাদেশের কৈখালি ও  ভারতের সীমান্ত নদী কালুন্দী। এ নদীর বেড়িবাঁধের উপর দুই হাজার পরিবার বসবাস করে। নিজস্ব অর্থায়নে ২শ কম্বল বিতরণ করেছি। সরকারিভাবে দেয়া হয়েছে ৪৬০টি কম্বল।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এম কামরুজ্জামান বলেন, শীতের কারণে মারা গেছে এমন তথ্য আমার কাছে নেই। তবে বার্ধক্যজনিত কারণে এসব মানুষগুলো মারা যেতে পারে। কারণ তারা বয়স্ক মানুষ।

কেএসটি

আরও পড়ুন