• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০১৮, ০৩:৫৭ পিএম

টঙ্গীতে পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা

টঙ্গীতে পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে টঙ্গীতে মতবিনিময় সভা করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদ গাজীপুর। 

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) টঙ্গী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশের খবরের বিজনেস এডিটর ও পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সাংবাদিক এম. এ. সালাম শান্ত, টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোস্তফা হুমায়ুন হিমু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. শাহজাহান, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ পেশাজীবী বান্ধব সরকার। বক্তারা সকল পেশাজীবী ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনএ