• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২০, ১১:৪৩ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৮, ২০২০, ১১:৪৩ এএম

চকরিয়ায় বাস উল্টে নিহত ৪

চকরিয়ায় বাস উল্টে নিহত ৪
দুর্ঘটনায় পতিত স্টার লাইন পরিবহনের বাস

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।  

মো. হাবিবুর রহমান জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটকবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া আহত হয়েছেন আরও ১৪ যাত্রী।

আহতরা হলেন- দেলোয়ার হোসেন (৩০), মোহাম্মদ তানভীর (২৬), আমির হোসেন (৩৫), শাহাদাত হোসেন (২৫), জহির আহমদ (৩০), কাইছার তালুকদার (৩৭), মোহাম্মদ ফিরোজ আহমদ (৫০), মহসিন উদ্দিন (৪৮), মোজাহের উল্লাহ (৩৮), জাহাঙ্গীর আলম (৪০), সুমাইয়া আক্তার (১০), সুমি আক্তার (১৮), ছিদ্দিক আহমদ (২২) ও আবু করিম (৪৮)।

চকরিয়া উপজেলা হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

দুর্ঘটনায় পতিত বাসটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় রাত ১১টার দিকে মহাসড়কে যান চলাচল সচল হয়।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান জানান, হতাহতদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিএস