• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০১:৩২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৯, ২০২০, ০১:৩৪ পিএম

২ বছর পর হিলি রেল স্টেশনের আবারও কার্যক্রম শুরু

২ বছর পর হিলি রেল স্টেশনের  আবারও কার্যক্রম শুরু
বক্তব্য রাখেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম মিহির কান্ত ● জাগরণ

২ বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো হিলি রেল স্টেশনের কার্যক্রম।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের জিএম মিহির কান্তি। এ সময় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আবদুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে উপস্থিত ছিলেন।

মিহির কান্তি  বলেন, হিলি স্থলবন্দরের গুরুত্ব কথা বিবেচনা করে দীর্ঘদিন পর স্টেশনের কার্যক্রম চালু করা হলো। এতে করে বন্দর এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে। 

২০১৮ সালে ৮ জানুয়ারি লোকবল সঙ্কট দেখিয়ে স্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এসএমএম