• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৩:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২০, ০৩:১৯ পিএম

বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস সংস্কারপন্থী নেতা নিহত

বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস সংস্কারপন্থী নেতা নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থী গ্রুপের নেতা দুর্ধব চাকমা(৪৫) নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নে দুর্ধব চাকমার নিজ বাড়িতে এ ঘটনায় তার স্ত্রীও গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঞ্জুর আলম।

তিনি ইউএনবিকে বলেন, বাঘাইছড়ি রুপকারী এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত ও এক নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের জন্য পুলিশের একটি টিম পাঠানো হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে জেএসএস সংস্কার গ্রুপ।

এ ঘটনায় বাঘাইছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে।

এসএমএম