• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ০৮:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৯, ২০২০, ০৮:১৭ পিএম

লকডাউন শিবচর

১০ দিনে নতুন সংক্রমিত না হওয়ায় জনমনে স্বস্তি

১০ দিনে নতুন সংক্রমিত না হওয়ায় জনমনে স্বস্তি
সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচরের লকডাউনের ঘটনার ১০ দিন পার হয়েছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। শিবচরকে অবরুদ্ধ করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এমন পরিস্থিতিতে পরতে হবে কেউ কি ভেবেছিল আগে? দেশের প্রথম লকডাউন হওয়া এলাকায় সাধারণ মানুষের জনজীবন কিভাবে কাটছে আর কীভাবেই বা মিলছে খাবার?

 গেল ১৯ মার্চ লকডাউনের পর থেকে এমনি থমথমে পরিস্থিতি বিরাজ করছে মাদারীপুরের শিবচরে। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা পরিবারের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও বেশি।

সাধারণ পরিবারের একজন করে নিত্যপ্রয়োজনীয় কাজে বাজারে যেতে পারলেও সেই সুযোগ নেই হোম কোয়ারেন্টিনে থাকাদের।

তাহলে কেমন কাটছে তাদের জীবন? এমন পরিস্থিতিতে কিভাবেই বা পাচ্ছেন খাবার?

উদ্ভুত পরিস্থিতিতে প্রায় তিন হাজার পরিবারকে খাবার সরবরাহের ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।

লকডাউনের ফলে নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

গেলো ৭ মার্চ মাদারীপুরের শিবচরে আসেন এক ইতালি প্রবাসী। পরে তার শরীরে কোভিড-১৯ ধরা পরে। এতে আক্রান্ত হন তার স্ত্রী, দুই শিশু সন্তান, বাবা, শ্বশুর-শাশুড়িসহ ঘনিষ্ট আরও ৯ জন। মারা যান তার শ্বশুর। এমন পরিস্থিতিতে শিবচর লকডাউন ঘোষণা করা হয়। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম