• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৮, ০৪:৫২ পিএম

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রোববার (৩০ ডিসেম্বর) রাত পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান,  সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ঘোষণা অনুযায়ী শনিবার ও রোববার দু’দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।  কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনি দায়িত্ব পালন করতে বন্দর ত্যাগ করেছেন। সোমবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে  আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বাংলাদেশে নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনি ও রোববার পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার কর্মকর্তারা।

বেনাপোল কাস্টমস চেকপোষ্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ নিরাপত্তার জন্য দু‘দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস বলেন, এ বন্দরে দেশের কয়েকশ আমদানিকারকের কোটি কোটি টাকার পণ্য রয়েছে। নির্বাচনের ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় যাতে কেউ সেখানে প্রবেশ করে পণ্যের ক্ষতি কিংবা কোনো রকম নাশকতামূলক ঘটনা না ঘটাতে পারে এজন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এসসি/বিএস