• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০২০, ০৪:৩১ এএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০২০, ০৪:৩১ এএম

জীবন বাঁচাতে জীবন দিলেন স্বেচ্ছাসেবী শাহ আলম

জীবন বাঁচাতে জীবন দিলেন স্বেচ্ছাসেবী শাহ আলম
স্বেচ্ছাসেবি শাহ আলমের মৃতদেহ উদ্ধার করে ডুবুরিরা

সৈয়দ শাহ আলম। দীর্ঘ ৩০ বছর ধরে যে মানুষটি ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছেন। শেষ পর্যন্ত মানূষের জীবন রক্ষা করোতে গিয়েই জীবন বিলিয়ে দিয়ে গেলেন তিনি। সুপার সাইক্লোন আম্ফানের থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে গত দুই দিন তিনি নিরলসভাবে কাজ করছিলেনল। কিন্তু সেই ঝরেই নিভে গেল শাহ আলমের জীবন প্রদীপ।

বুধবার (২০ মে) সকালে আবহাওয়া অধিদফতর থেকে মোংলা ও পায়রা নদীবন্দর এবং তৎসংলগ্ন জেলাসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। সকাল ৯টায় নিজের ছেলে ও দুইজন সহকর্মী স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে বিপন্ন মানুষের জীবন বাঁচাতে এগিয়ে যান সৈয়দ শাহ আলম।

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পার্শ্ববর্তী নদীর ওপারে যান বাংলাদেশ সরকার ও রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক যৌথভাবে পরিচালিত দুর্যোগ ব্যবস্থাপনায় সেবামূলক প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার সৈয়দ শাহ আলম। সেখানে যাওয়ার পথে নৌকায় নদী পার হওয়ার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়েন। ডুবে যায় নৌকা। এতে মৃত্যু হয় সিপিপি টিম লিডার সৈয়দ শাহ আলমের।

নিহত সৈয়দ শাহ আলম জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোনদা গ্রামের বাসিন্দা সৈয়দ কদম আলীর ছেলে বলে জানা গেছে।

লোনদা গ্রাম এলাকার বাসিন্দাদের ভাষ্য মতে, শাহ আলম মানবতার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি মানুষের জন্য কাজ করতে উৎসাহ বোধ করতেন। কখনও নিজের কথা ভাবতেন না। সব সময় মানুষের কথা ভাবতেন।

গ্রামবাসী জানান, শাহ আলম সব সময় মানবসেবাকে গুরুত্ব দিতেন। বিনা পারিশ্রমিকে গত ৩০ বছর যাবৎ মানবসেবা করতে গিয়ে সিপিপির সঙ্গে জড়িয়ে পড়েন। মানুষের জন্য কাজ করতে গিয়ে আজকে তার মৃত্যু হলো। তার মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ রকম মানুষ সমাজে বিরল।

এদিকে সৈয়দ শাহ আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিপি পরিচালক (অপারেশন) মো. নূর ইসলাম খান অসি। তিনি বলেন, ঘূর্ণিঝড় যোদ্ধা সৈয়দ শাহ আলমের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 

এভাবেই শাহ আলমের মত যোদ্ধারা জীবনপন্ন করে মানুষের তরে যুদ্ধ করে যায় রুদ্র প্রকৃতির সঙ্গে। কিন্তু তাদের কথা মনে রাখে কয়জন? শাহ আলমের পরিবারের দায়িত্ব যেন নেয়া হয় সেজন্য আকুল আবেদন জানিয়েছেন লোনদা গ্রামবাসী।

এসকে

আরও পড়ুন