• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১২, ২০২০, ০৮:১৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১২, ২০২০, ০৯:১১ পিএম

ইয়াবা সরঞ্জামসহ বেতাগী ইউপি চেয়ারম্যান ও ২ সহযোগী আটক

ইয়াবা সরঞ্জামসহ বেতাগী ইউপি চেয়ারম্যান ও ২ সহযোগী আটক
আটককৃত আসামীদের থানায় নিয়ে যাওয়ার প্রাককালে। ইনসেটে-বেতাগী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম।

বরগুনা পৌরসভার তাজবীন নামক একটি আবাসিক হোটেল থেকে ইয়াবা সরঞ্জামসহ বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার দুই সহযোগীকে আটক করেছে সদর থানা পুলিশ।

বেতাগী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম - দৈনিক জাগরণ

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে চলানো এক অভিযানে তাদের আটক করে পুলিশ। এসময় সেখান থেকে নিষিদ্ধ ইয়াবা সেবনে ব্যবহৃত সরঞ্জাম, সিগারেট ও চার বান্ডিল তাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও জুয়া খেলার পূর্ববর্তী অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতর হলেন বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার সদর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, বেতাগী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং একই উপজেলার স্থানীয় বাসিন্দা ও তাদের ঘনিষ্ট সহযোগী- বরগুনা জেলা পরিষদ সদস্য আবুল কাশেমের ছেলে মহসিন ফয়সাল অপু।

এ ঘটনায় আটক বেতাগী সদর চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে বিগত সময়ে স্থানীয় জেলেদের অনুদানের চাল আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া তার পিতা বজলু ডিলারের বিরুদ্ধে যুদ্ধাপরাধে সম্পৃক্ততার মত গুরুতর অভিযোগ কথাও জানান একাধিক স্থানীয় সূত্র।

বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এনামুল হাসান ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রাথমিক তদন্ত শেষে আটক তিনজনকে বরগুনা থানা পুলিশের হাতে সোপর্দ করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। 

এ বিষয়ে পুলিশ বাদি হয়ে বরগুনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ।

এসকে