• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৮, ২০২০, ১২:৪৯ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৮, ২০২০, ১২:৪৯ এএম

কাশিমপুর কারাগার থেকে কয়েদি পলাতক

প্রধান কারারক্ষীসহ ৬ জন বরখাস্ত

প্রধান কারারক্ষীসহ ৬ জন বরখাস্ত
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ● ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি পালানোর ঘটনায় প্রধান কারারক্ষীসহ ৬ জনকে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় আরও ৬ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বলে জানিয়েছে কারা অধিদফতর।

ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা থেকে পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আবু বকর সিদ্দিক।

কাশিমপুর কারাগারের জেল সুপার জাহানারা বেগম জানান, এর আগে ২০১৫ সালের মে মাসে আবু বকর সিদ্দিক একবার আত্মগোপন করে সেল এলাকায় সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

কেএপি