• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১০, ২০২০, ০৭:১১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০২০, ০৭:১৪ পিএম

প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় পোশাক বিক্রেতা শ্রীঘরে

প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় পোশাক বিক্রেতা শ্রীঘরে

ঘটনা রোববার (৯ আগষ্ট) রাত সাড়ে এগারোটার দিকের। প্রবাসীর স্ত্রীর ঘর থেকে প্রবাসীর স্ত্রীসহ পোশাক বিক্রেতা আনিসুর রহমানকে আটকায় গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনিসুর রহমানকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। সোমবার (১০ আগষ্ট) সকালে প্রবাসীর স্ত্রীর-ই করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শ্রীঘরে পাঠায় পুলিশ। পাবনার চাটমোহরে কুবিরদিয়ার গ্রামের ঘটনাটি সম্পর্কে এমনটাই জানিয়েছেন এলাকবাসী।

মামলা নথিভুক্ত করার পর ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করার ব্যবস্থা করে পুলিশ। মামলার ভিকটিম ও আসামি আনিসুর রহমানের বাড়ি কুবিরদিয়ার গ্রামেই। কুবিরদিয়ার গ্রামটি মুলগ্রাম ইউনিয়নের মধ্যে পড়েছে। মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল হোসেন বলছেন, রাত সাড়ে এগারোটার দিকে তাদেরকে আটকানোর ঘটনাটি জানতে পারি মোবাইলে। এরপর ঘটনাটি পুলিশকে জানাই। অমৃতকুণ্ডা হাটে আনিসুর রহমানের গার্মেন্টস’র দোকান আছে। সে বিবাহিত। দু’জনেরই সন্তান আছে। 
 
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলছেন, মামলায় কেবল আনিসুর রহমানকেই আসামি করা হয়েছে।  মেডিকেল টেস্ট করার জন্য ভিকটিমকে পাবনা পাঠানো হয়েছে।


এম

আরও পড়ুন