• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০, ০৭:১৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০২০, ০৭:১৩ পিএম

চেক জালিয়াতির অভিযোগে সাজাপ্রাপ্ত বেরোবি কর্মকর্তা বহিস্কার

চেক জালিয়াতির অভিযোগে সাজাপ্রাপ্ত বেরোবি কর্মকর্তা বহিস্কার

 চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক রিয়াজুল ইসলামকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার(২৬ আগস্ট) বিকেলে বেরোবি রেজিষ্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বহিস্কার করেন।


জানা গেছে, গত ২০ আগস্ট বৃহস্পতিবার রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চেক জালিয়াতির মামলায় স্বাক্ষ্য প্রমাণ ও শুনানী শেষে রিয়াজুল ইসলামকে ৬ মাসের কারাদন্ড ও ৭ লাখ টাকা জরিমানার এ আদেশ দেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান, বেরোবি’র ওই কর্মকর্তা তার ব্যক্তিগত প্রয়োজনে ২০১১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠুর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ধার নিয়ে দলিল হিসেবে একটি চেক দেন। কিন্তু পরবর্তীতে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকেন রিয়াজুল। পরে মিঠু আদালতে রিয়াজুলের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করলে বিজ্ঞ বিচারক অর্থ ও কারাদন্ড উভয় দন্ডে দন্ডিত করেন তাকে।

এরই প্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে তার চাকুরি থেকে বরখাস্ত করেন।
জাগরণ/এমইউ