• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০, ১১:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০, ১১:৫৮ পিএম

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা আবার বন্ধ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসা  আবার বন্ধ

চালুর একদিন পর আবারও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। প্যানামা পোর্ট লিংক লিমি. এর বন্দর ম্যানেজার মো. মাইনুল ইসলাম জানান, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে মহদিপুর বন্দর দিয়ে অন্যান্য ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও পেঁয়াজের কোন ট্রাক প্রবেশ করেনি। 

ভারতের মহদিপুর সিএন্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভুপতি মন্ডল প্যানামাকে জানিয়েছিলেন, এলসির টেন্ডারকৃত কোনো পেঁয়াজের ট্রাক রোববার বাংলাদেশে প্রবেশ করবে না। তিনিও আরও জানান, গত পরশুদিনও এলসির টেন্ডারকৃত ৮টি ট্রাকযোগে ২১৩ মেট্রিকটন পেঁয়াজ বাংলাদেশের সোনামসজিদ স্থললবন্দরে আসে। আর এসব পেঁয়াজের অর্ধেকই পচা ও এবং দুগন্ধযুক্ত। 

এদিকে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা আব্দুল আওয়াল জানান, গত শনিবার প্রবেশ করা পেঁয়াজের ৫০ শতাংশ পচা এবং আমদানিকারকরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। স্থানীয় বাজারে এখন ৫০-৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভারতের মহদিপুর বন্দরে এলসি করা ৭০ থেকে ৮০টি ট্রাকে পেঁয়াজ আটকা পড়েছে।

এসইউ