• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০১৯, ০৯:০০ পিএম

ময়মনসিংহে অপহরণ চক্রের ৮ সদস্য আটক, ২ অপহৃত উদ্ধার

ময়মনসিংহে অপহরণ চক্রের ৮ সদস্য আটক, ২ অপহৃত উদ্ধার

 

ময়মনসিংহে অপহরণ চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় এক নারীসহ দুইজন অপহৃতকে উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) দুপুরে ত্রিশাল উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের শহিদুল আলম (৩০), মাগুরজোড়া গ্রামের মোজাম্মেল হক (২৫), নূর মোহাম্মদ (২০), কোনাবাড়ি নদীর পাড় গ্রামের বাবু (২৩), ধৈইরামপুর উজানপাড়া গ্রামের শুভ মিয়া (৪০), খলিল মিয়া (২৬) ও মিজানুর রহমান (২৫) এবং বীরামপুর গ্রামের রুবেল মিয়া (২৭)। 

র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ সিপিএসসি এর কোম্পানী কমান্ডার শিবলী সাদিক জানান, মঙ্গলবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় জেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে রাকিবুল ইসলাম রাকিব ও মিনা খাতুন নামে দুইজনকে অপহরণ করে একদল অপহরণকারী। ওই এলাকার সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত একটি টিনশেড ঘরে তাদের আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপন আদায়ের লক্ষ্যে মারধর করে আসছিল। গোপনে খবর পেয়ে র‌্যাব-১৪ কোম্পানী কমান্ডার শিবলী সাদিকের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। এ সময় অপহরণ চক্রের ৮ সদস্যকে আটক করা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণ চক্রের সদস্য বলে জানায়। র‌্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছে।

এনএ