• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০, ০৮:৫৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০২০, ০৮:৫৭ এএম

৬ মণ কয়েন নিয়ে বিপাকে এই ব্যবসায়ী

৬ মণ কয়েন নিয়ে বিপাকে এই ব্যবসায়ী

মাগুরা জেলার মহম্মদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী খাইরুল ইসলাম খবির (৪৫) প্রায় ছয় মণ ওজনের ৬০ হাজার টাকার ধাতব মুদ্রা (কয়েন) নিয়ে বিপাকে পড়েছেন।

জানা গেছে,  গত ২৫ বছর ধরে সবজির ব্যবসা করেন খবির। তিনি ১০ বছরে ক্রেতার কাছ থেকে নেয়া ২৫-৫০ পয়সা থেকে শুরু করে ১-২ টাকার কয়েন জমে এখন প্রায় ৬০ হাজার টাকা।

এদিকে, এই ক্ষুদ্র ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে কয়েনগুলো নিলেও তার কাছ থেকে এখন আর কেউ নিচ্ছেন না। ফলে অচল হয়ে যাওয়া বিভিন্ন অঙ্কের এই ৬ মণ ওজনের কয়েন নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

এখন খাইরুলের ছোট্ট বসত ঘরে প্লাস্টিকের বড় চারটি বালতি আর দুই বস্তা বোঝাই শুধু কয়েন আর আর কয়েন। একসময় কয়েনগুলো বাজারে রাখলেও এখন বাড়িতে এনে রেখেছেন।

সবজি ব্যবসায়ী খাইরুলের বাড়ি উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে। 

জাগরণ/এমআর