• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০৭:২৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০৭:২৬ পিএম

মাদরাসা জাতীয় করণের দাবি

মাদরাসা জাতীয় করণের দাবি

মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সমূহকে জাতীয় করণের দাবিতে বুধবার সকাল ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার উদ্দোগে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয়করণকরে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছিলেন তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ জানুয়ারি ২০১৩ ইং তারিখে ২৬১৯৩ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। ২০১৬-১৭ অর্থ বছরে সহকারি শিক্ষকদের ১০০০ টাকা থেকে উন্নীত করে ২৩০০ টাকা ও প্রধান শিক্ষকদের কে ২৫০০ টাকা ধার্য করা হয় বাকি মাদ্রাসার শিক্ষকগণ ভাতা থেকে বঞ্চিত রয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি আ.ন.ম আনোয়ার হোসেন,সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান হিরন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আল আমিন।