• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ০২:০২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২০, ০২:০২ পিএম

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু
ফাইল ছবি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. জাবের (২৩ ) উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এক (ওয়েস্ট) এ আশ্রিত রোহিঙ্গা নাগরিক এমদাদ হোসেনের ছেলে।

জানা যায়, ভাই মো. হোসেনের সঙ্গে মিয়ানমার সীমান্তের ‘নো ম্যান্স ল্যান্ড’ এলাকায় গিয়েছিলেন জাবের। সীমান্তের মেইন পিলার নম্বর ৪০ এর কাছাকাছি পৌঁছামাত্র মাটিতে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার পর পর জাবেরের সঙ্গে থাকা তার ভাই মো. হোসেন বিষয়টি তার মা-বাবাকে জানায়। পরে ঘুমধুম পুলিশ ও ৩৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত) দেলোয়ার হোসেন। 

জাগরণ/এমআর