• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০, ০১:৪০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০২০, ০১:৪০ পিএম

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ আহত হয়েছেন ৩জন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা সদর উপজেলার বাংলা নয়াপাড়া স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বাংলা গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইজিবাইক চালক কমল মিয়া (৩৫) ও নোয়া নগর গ্রামের মৃত ইউছুব আলীর ছেলে অটোযাত্রী জসিম মিয়া (৩৮)। জসিম মিয়া নেত্রকোনার সতরশ্রী সাদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার বাংলা বাজার থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি নেত্রকোনা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ইজিবাইকটির। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত হয় ৩ জন। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর পাসপাতালে ভর্তি করেন।

এ প্রসঙ্গে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে এ ব্যাপারে দুর্ঘটনা আইনে মামলা হবে।

জাগরণ/এমএম/এমআর