• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০৯:০৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০২০, ০৯:০৭ এএম

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাইবান্ধায় কানে হেডফোন দিয়ে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ফেরদৌস (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৮ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাইবান্ধা স্টেডিয়ামের পেছনে রেল লাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। রামিম জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা।  

জানা গেছে, বিকেলে স্টেডিয়াম এলাকায় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনে হাঁটছিলেন রামিম। এসময় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক। পরে তার এক বন্ধু তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। 

জাগরণ/এমআর