• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০১৯, ০৩:১৩ পিএম

কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ

কুড়িগ্রামে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ
কুড়িগ্রামে বেড়েছে শীতের প্রকোপ

 

সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। পৌষের মাঝামাঝি থেকে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে এ জেলায়। দিনের বেলা সূর্যের তাপে তেমন শীত অনুভূত না হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঠাণ্ডার তীব্রতা বাড়তে শুরু করে। রাত যতই গভীর হয় ঠাণ্ডা ততই বাড়তে থাকে। এ অবস্থা চলে পরের দিন সূর্যোদয় পর্যন্ত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.২ ডিগ্রি সেলসিয়াস।

জেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা যায়, গত ১ সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে উঠানামা করছে।
এ অবস্থায় রাতে গরম কাপড়ের অভাবে কষ্টে ভুগছে ছিন্নমূল মানুষরা। বিশেষ করে রাতের বেলা দুর্ভোগ বেড়েছে বৃদ্ধ ও শিশুদের।

এসসি/সাইসে