• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ০২:২১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২১, ০২:২১ পিএম

মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার

মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জে সুপারিবাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামের এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের সুপারিবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম উপজেলার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে স্থানীয় বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা আরো জানান, বাগানের ভেতরে উইপোকার ঢিবির ওপর শিক্ষক শহিদুল হাওলাদারের মরদেহ পড়েছিল। তার গলা ও বুকের ওপর ভাঙা সুপারিগাছ ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি সুপারি পাড়তে উঠেছিলেন। সেখান থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।