• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ১২:১৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২১, ১২:১৫ পিএম

বাঘের চামড়াসহ আটক ১

বাঘের চামড়াসহ আটক ১

সুন্দরবন থেকে শিকার করা বাঘের চামড়াসহ গাউস ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার রাত ৮ টার দিকে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ের বাসস্ট্যান্ড থেকে চামড়াসহ তাকে আটক করে র‌্যাব ও বন বিভাগ। 

আটক মো. গাউস ফকির জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের প্রয়াত রশিদ ফকিরের ছেলে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া বাঘের চামড়াটি লম্বায় আট ফুট এক ইঞ্চি এবং চওড়ায় তিন ফুট এক ইঞ্চি। বাঘটি বয়স্ক।”
 
বেলায়েত হোসেন আরও বলেন, “র‌্যাব ও বন বিভাগ যৌথভাবে বাঘের চামড়ার ক্রেতা সেজে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। বিক্রেতা গাউস ফকির সুন্দরবন থেকে শিকার করা একটি বাঘের চামড়া নিয়ে বাসস্ট্যান্ডে পৌঁছালে যৌথ দলটি তাকে চামড়াসহ আটক করে। গাউস ফকির চামড়া পাচারকারী। বাঘটিকে সুন্দরবনের কোন এলাকা থেকে কবে শিকার করে হত্যা করা হয়েছে।”

আটক গাউস ফকিরকে বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বাগেরহাট বন বিভাগের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে হবে বলে জানান তিনি।