• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ১০:৫২ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২১, ১০:৫২ এএম

ইটভাটা বন্ধ, মালিকের জরিমানা

ইটভাটা বন্ধ, মালিকের জরিমানা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি ইটভাটা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটার মালিক মো. আল আমিন মোল্লাকে (২৮) এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম এ দণ্ড দেন। 

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কাটাখালি গ্রামে ভাই ভাই ব্রিকস নামক একটি ইটভাটায় অবৈধভাবে ফসলি জমির মাটি ও কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ইটভাটার লাইসেন্সও ছিল না।

শুক্রবার ভ্রমমাণ আদালত মটর দিয়ে পানি ছিটিয়ে ইট পোড়ানো বন্ধ করে দেন। ইটভাটার মালিক আল আমিন মোল্লাকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।