• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৮:৫২ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ১০:৫১ এএম

যুক্তরাজ্যফেরত ২৮ যাত্রী করোনা পজিটিভ

যুক্তরাজ্যফেরত ২৮ যাত্রী করোনা পজিটিভ

যুক্তরাজ্য থেকে দেশে আসা ২৮ যাত্রীর দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফুল্লাহ তাহের।

বি এম আশরাফুল্লাহ তাহের জানান, ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে নামেন ১৫৭ প্রবাসী। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বিভিন্ন হোটেলে রাখা হয়। ওই সময় নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ শনাক্ত হয়।

কিন্তু আগের নিয়ম অনুসারে, চার দিন কোয়ারেন্টিনে রাখা হয় তাদের। সোমবার তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছেড়ে দিতে রোববার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। এতে ২৮ জনের  করোনা পজিটিভ শনাক্ত হয়।

করোনা পজিটিভ যাত্রীদের সিলেটের খাদিমপাড়াস্থ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।