• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২১, ০৪:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৫, ২০২১, ০৪:৫১ পিএম

প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

হবিগঞ্জের বাহুবলে জমিতে সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জামান মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের আরও ৫ জন।

শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত জামান মিয়া ওই গ্রামের গেদা মিয়ার ছেলে।

সংঘর্ষের ঘটনায় কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।”

নিহতের চাচা শিশু মিয়া জানান, জামান মিয়ার সঙ্গে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সজলু মিয়ার মধ্যে জমিতে পানি সেচ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দুই পরিবারের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামান মিয়া গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দুলন দেব তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক দুলন দেব জানান, জামান মিয়ার বুকে বল্লমের আঘাত লেগেছে। যে কারণে তার মৃত্যু হয়েছে।