• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১, ১২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১, ১২:৩৯ পিএম

বিএনপির সাংসদকে ছাত্রলীগের ধাওয়া

বিএনপির সাংসদকে ছাত্রলীগের ধাওয়া

শহীদ মিনারে ফুল ‍দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের ধাওয়ার মুখে পড়েন বগুড়া-৬ আসনের বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। পরে রক্ষা পেতে শহীদ মিনার সংলগ্ন পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন তিনি।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

অমর একুশে উপলক্ষে গোলাম মোহাম্মদ সিরাজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। এ সময় শহীদ খোকন পার্কের গেটে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে রাজাকার আখ্যায়িত করে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ সিরাজকে ধাওয়া করে।

এ সময় নেতাকর্মীদের নিয়ে গোলাম মোহাম্মদ সিরাজ দ্রুত শহীদ মিনার সংলগ্ন পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ গোলাম মোহাম্মদ সিরাজসহ বিএনপি নেতাকর্মীদের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে নিরাপদে পৌঁছে দেয়।

সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, পুলিশ ফাঁড়ি থেকে এমপিসহ নেতাকর্মীদের কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।