• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৮:২৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১, ০৮:৪৬ পিএম

নাটোরে পথ বইমেলা

নাটোরে পথ বইমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোর জেলা শহরে পথ বইমেলার আয়োজন করা হয়েছে। ‘লেখক, পাঠক, বই, একত্রিত হই’ —এই শ্লোগান নিয়ে শুরু হয়েছে দিনব্যাপী বইমেলা।

রোববার সকালে স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজনের আয়োজনে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পথ বইমেলার উদ্বোধন করেন অধ্যাপক শেখর কুমার স্যানাল। আয়োজকরা জানান, গত তিন বছর ধরে এই পথ বইমেলা হয়ে আসছে।

প্রান্তজনের সম্পাদক সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুজিত কুমার সরকার, কথাসাহিত্যিক জাকির তালুকদার, মুজিবুল হক শাওন, কবি আশিক রহমান, সংস্কৃতিকর্মী খগেন্দ্রনাথ রায় ও কবি-নাট্যকার সুখময় রায় বক্তব্য রাখেন।

এবারের পথ বইমেলায় নাটোরের অন্তত ১০ জন কবি এবং লেখকের নতুন বই প্রকাশিত হয়েছে। এছাড়া মেলায় সারাদেশের শতাধিক লেখকের বই স্থান পেয়েছে।

দিনব্যাপী পথ বইমেলায় কবিতা পাঠসহ নানা আয়োজন রাখা হয়েছে।