• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০২১, ০৫:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২১, ০৫:৪৪ পিএম

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০২ মার্চ) বিকেল তিনটার দিকে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষও ভাংচুর করা হয়। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন— আতাউল্লা বোখারী (৫৯ ব্যাচ), তৌফিকুর রহমান ইয়ন (৫৯ ব্যাচ), আরিফ হাসান (৫৯ ব্যাচ), শাওন দত্ত (৫৭ ব্যাচ) ও আরাফ ইসলাম। 

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী ও সাবেক মেয়র আ জ ম নাছিরের অনুসারীরা এক অপরের বেশ কয়েকটি রুম ভাংচুর করে। দুটি পক্ষই পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান দুই পক্ষের সঙ্গে কথা বলে নিবৃত্ত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

সিএমপির উপ-পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ জানিয়েছেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।