• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০১:২৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৫, ২০২১, ০১:২৩ পিএম

‘কিছুদিনের মধ্যে সংশোধন হবে ডিজিটাল নিরাপত্তা আইন’

‘কিছুদিনের মধ্যে সংশোধন হবে ডিজিটাল নিরাপত্তা আইন’

কিছুদিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। করোনার কারণে দীর্ঘ এক বছর পর নিজের নির্বাচনী এলাকায় গিয়েছেন আইনমন্ত্রী।

সকলকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, “কোনো মৃত্যুই কাম্য নয়। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা কম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছি। তাই আপনারা সবাই করোনার টিকা গ্রহণ করুন।”

আনিসুল হক আরও বলেন, “আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। আপনাদের সাহসে নিজের টাকায় পদ্মা সেতু করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই এসব সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। এলাকার বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ফুলেল শুভেচ্ছা দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।