• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৯, ০৬:৪৩ পিএম

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

 

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আব্দুস সবুর মোল্লা (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুস কলারোয়া উপজেলার কুমারনাল গ্রামের বাসিন্দা।
 
মামলার বিবরণে জানা যায়, আব্দুস সবুর তার দ্বিতীয় স্ত্রী দিনমজুর রোমেছা খাতুনকে নিয়ে কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামে বসবাস করতেন। গত ২০১২ সালের ২৪ আগস্ট সকালে তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়া হলে এক পর্যায়ে আব্দুস স্ত্রী রোমেছাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পরই স্থানীয়রা আব্দুসকে আটক করে থানা পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় রোমেছার ভাই জালালউদ্দিন বাদি হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেন। 

এদিকে হত্যাকাণ্ডের পরদিনই আব্দুস হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফকির আজিজুর রহমান আসামি আব্দুস সবুর মোল্লার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।  মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেয়।

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তপন কুমার দাস জাগরণকে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি পলাতক রয়েছে। 


এনএ