• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৮:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৮, ২০২১, ০৮:৪৫ পিএম

বস্তাভর্তি এনআইডি উদ্ধার

বস্তাভর্তি এনআইডি উদ্ধার

সিলেট নগরের খাসদবির এলাকায় সড়কের পাশে থেকে ব্যাগভর্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করেছে পুলিশ। নগরের বিভিন্ন এলাকার মানুষের এনআইডি রয়েছে। 

সোমবার (৮ মার্চ) ভোরের দিকে নগরের খাসদবির এলাকা থেকে এনআইডিগুলি উদ্ধার করা হয়।  

পরে স্থানীয়রা খবর দেন বিমানবন্দর থানার পুলিশকে। পুলিশ এসে কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায়। 

রোহান নামের স্থানীয় এক বাসিন্দা প্রথমে বস্তার ভেতরে পরিচয়পত্রগুলো দেখতে পান। এরপর তিনি পুলিশ ও স্থানীয় কাউন্সিলর কয়েস লোদীকে বিষয়টি জানান।

রোহান বলেন, “খাসদবির এলাকায় সড়কের পাশে ফুটপাতে তিনটি বস্তা ফেলে যান একজন নারী। ওই নারী চলে যাওয়ার পর আমরা বস্তাগুলো খুলে দেখি দুটি বস্তায় কিছু কাপড় আর একটি বস্তাভর্তি এনআইডি। বস্তার ভেতর এলইডি বাল্বের কয়েকটি প্যাকেটও পাওয়া গেছে। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে এনআইডি নিয়ে গেছে।”

নগরের বিমানবন্দর থানার আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, “একটি বস্তার ভেতর অনেকগুলো এনআইডি ছিল। এগুলো জব্দ করা হয়েছে। তবে কী পরিমাণ পরিচয়পত্র ছিল তা এখনও গণনা করা হয়নি।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্মার্ট কার্ড পাওয়ার পর আগের যে কার্ডগুলো জমা দিতে হয়, হয়ত এসব কার্ড ভর্তি বস্তা কেউ চুরি করার পরে কোনো কারণে এখানে ফেলে গেছে।”