• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১১, ২০২১, ০৪:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১১, ২০২১, ০৪:৩৬ পিএম

মাটির ঢিবি থেকে পাথরের মূর্তি উদ্ধার 

মাটির ঢিবি থেকে পাথরের মূর্তি উদ্ধার 

ঠাকুরগাঁওয়ে ইটভাটার জমানো মাটির ঢিবি থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি ভাঙা পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। পরে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (১০ মার্চ) রাণীশংকৈল উপজেলার বাচোর মহেশপুর গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাহিদ ইকবাল জানান, উপজেলার বাজে বাকসা গ্রামে উটকল দিয়ে একটি পুকুর খননের কাজ করা হয়। খননের সেই মাটি ‘জে এম কে’ ইটভাটা ক্রয় করে নেয়। সেই মাটি ইটভাটায় নিয়ে যাওয়া হয়। ভাটার সেই জমানো মাটির ঢিবি খুঁড়তেই ভাটা শ্রমিকরা এ মূর্তিটি দেখতে পায়। পরে খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। তবে এটি কষ্টি পাথরের মূর্তি কি না সেটা পরীক্ষা করা ছাড়া বলা যাচ্ছে না।

তিনি আরো জানান, মূর্তিটি উদ্ধার করে রাণীশংকৈলের ইউএনও ও সহকারী কমিশনারের কাছে হস্তান্তর করা হয়।