• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ১১:০৬ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২১, ১১:১২ এএম

সুনামগঞ্জে মামুনুলের মাহফিল স্থগিত

সুনামগঞ্জে মামুনুলের মাহফিল স্থগিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল স্থগিত করা হয়েছে।

রোববার (২১ মার্চ) জামালগঞ্জের খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসার আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হ ওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা কাওসার আহমদ।

সোমবার (১৬ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলায় হেফাজতে ইসলামের একটি সমাবেশে বক্তব্য দিতে যান মামুনুল হক। এরপর তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এর জেরে বুধবার নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়।

শাল্লার নোয়াগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলার ইমাম, ওলামা ও ধর্মীয় নেতাদের নিয়ে সুনামগঞ্জে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রসাশক বর্তমান পরিস্থিতিতে মামুনুলকে মাহফিলে না আনার কথা বলেন। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ওই মাদ্রাসায় গিয়ে আয়োজক, মাদ্রাসার পরিচালক ও স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলেন। এরপর আয়োজকেরা মাহফিল স্থগিত করতে রাজি হন।

এ বিষয়য়ে মাদ্রাসার অধ্যক্ষ কাওসার আহমদ জানান, প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আহ্বানে মাহফিল স্থগিত করা হয়েছে। পরে আবার মাহফিলের তারিখ নির্ধারণ করা হবে।