• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৫:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২১, ০৫:০৮ পিএম

রোহিঙ্গা শিবিরে আগুন

কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় যদি রোহিঙ্গারাও জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ক্ষতিগ্রস্ত বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দিলে জানা যাবে কীভাবে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় যদি রোহিঙ্গারাও জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বালুখালীর ৯ নম্বর ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “বর্তমানে বিভিন্ন দাতা সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে সেবা প্রদান করা হচ্ছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে নেওয়ার পরিকল্পনা সরকারের নেই জানিয়ে তিনি আরো বলেন, “তবে কেউ যদি নিজের ইচ্ছায় ভাসানচর যেতে চায় তাহলে তাদের সেখানে পাঠানো হবে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। এসব ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নিচ্ছে সরকার।”

আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, “আগুনে অনেক স্থানীয় পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকেও সহযোগিতার আওতায় আনা হবে। যাতে তারাও দ্রুত ক্ষতি পুষিয়ে উঠতে পারে।”

রোববার (২২ মার্চ) বিকালে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ ১১ জনের মৃত্যু হয়। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৪০ হাজার বসতঘর।