• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ১২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২১, ১২:০৯ পিএম

রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ

কক্সবাজারে কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারে কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গা ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুদক।

রোববার (২৮ মার্চ) ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তারর করা হয়।

গ্রেপ্তার অন্য দুইজন হলেন সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলাম।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক শরীফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্ব পালন করতে গিয়ে অনৈতিকতার আশ্রয় নিয়ে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সলির জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলাম রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার তথ্য পায় দুদক। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের থানায় সোপর্দ করা হবে।