• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২১, ০৩:২১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২১, ০৩:৩১ পিএম

পুলিশ-ছাত্রলীগ ও হেফাজতের সংঘর্ষে শতাধিক আহত

পুলিশ-ছাত্রলীগ ও হেফাজতের সংঘর্ষে শতাধিক আহত

মুন্সিগঞ্জে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন শতাধিক।

রোববার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার নিমতলা এলাকায় মধুপুর পীরের নেতৃত্বে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে পুলিশ-ছাত্রলীগ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হেফাজতের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসির মাথায় আঘাত লাগে।