• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০২:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০২১, ০২:০৬ পিএম

ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার (৩১ মার্চ) সকাল ১১টার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মঙ্গলবার (৩০ মার্চ) উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযানে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা থাইংখালী ক্যাম্প-১৩ এর বাসিন্দা।

আটক ব্যক্তিরা হলেন- কালা মিয়ার ছেলে মোহাম্মদ সালাম, আমান উল্লাহর ছেলে মোহাম্মদ রফিক, নুর ইসলামের ছেলে আব্দুল হাফেজ ও মোহাম্মদ রিয়াজ।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্প নং-১১ এর রাস্তার মাথা এলাকায় অভিযান চালান। র‍্যাবের উপস্থিত টের পেয়ে মাদক কারবারিরা কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।