• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ০৬:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২১, ০৬:৪৫ পিএম

২০ কেজি ওজনের মিষ্টি আলু

২০ কেজি ওজনের মিষ্টি আলু

মিষ্টি আলু বেশি বড় আকার হলে ৩-৫ কেজি ওজনের দেখা যায়। ঢাকার নবাবগঞ্জের গালিমপুরের সূর্যখালী ঈদগাহ মাঠ থেকে মিলল ২০ কেজি ওজনের মিষ্টি আলু। যা দেখতে এলাকাবাসীসহ আশপাশের এলাকার লোকজনও ভিড় জমিয়েছেন।

ঈদগাহের পাশের বাড়ির তাজুল ইসলাম গত বছর মাঠে কয়েকটি মিষ্টি আলুর লতা রোপন করেন। যদিও তিনি পেশায় কৃষক নয়। শখের বসে শাক খাওয়ার জন্য লতা রোপন করেছিলেন ঈদগাহ মাঠের একপাশে। সেখান থেকে শাক খেয়েছেন পুরোবছর। এমনটাই জানান তাজুল ইসলাম। 

আলু হয়েছে কি না লতাগুলো কেটে মাটি খুঁড়তে গেলে এরপর দেখা মিলে ২০ কেজি ওজনের একটি মিষ্টি আলু। এছাড়াও ২-৩ কেজি ওজনেরও বেশ কিছু আলু পাওয়া গেছে। সরকারি সংশ্লিষ্ট দপ্তরে আলুটি গবেষণার জন্য দিতে চান তাজুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান জানান, বিষয়টি আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি।  ২০ কেজি ওজনের আলুটি সংরক্ষণ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে।