• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ০৫:২৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২১, ০৫:৪৫ পিএম

সৈকতে ভেসে এলো ৪২ ফুট দীর্ঘ তিমি

সৈকতে ভেসে এলো ৪২ ফুট দীর্ঘ  তিমি

কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে ভেসে এলো বিশালাকার মৃত তিমি।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে মরা-পচা তিমিটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

তিমিটি ৪২ ফুট দীর্ঘ হবে বলে ধারণা স্থানীয় জেলেদের।

লকডাউনের কারণে সাগরে মাছধরা বন্ধ। তাই তিমিটি সহজেই তীরে ভেসে এসেছে বলে ধারণা করেছেন প্রত্যক্ষদর্শীরা।

অনেকে বলেছেন, বাংলাদেশের জলসীমায় স্বাভাবিকভাবে এতো বিশালাকার তিমির দেখা মেলে না। শান্ত সাগরে কীভাবে এটি তীরে এলো? বিশেষজ্ঞরা আসল রহস্য বের করতে পারবেন। 

তিমিটি দেখতে ভিড় করেন মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা।

সবার মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। অনেকে তিমির পাশে ঘেঁষে ছবি তুলছে। লাইভ করছেন গণমাধ্যমকর্মীরা।