• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৯:০২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২১, ০৯:০২ পিএম

ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারি আটক

ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারি আটক

ময়মনসিংহে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

বুধবার ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল আবু নাঈম মো.তালাত।

দুপুরে আবু নাঈম মো.তালাত সাংবাদিকদের বলেন,  গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মুল্যের ভারতীয় পণ্য বহনকারী ৬ টি ট্রাক ও কার্ভাডভ্যানসহ ১৮ জনকে আটক করে র‌্যাব-১৪ সদস্যরা।

তাদের কাছ থেকে ভারতীয় এক হাজার থ্রিপিচ, ২৫০ লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ী, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৭ হাজার পিস ক্রিম উদ্ধার করা হয়।

এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে গৌরিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কর্ণেল আবু নাঈম।