• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০২:৩৭ পিএম

তেঁতুলিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টি 

তেঁতুলিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টি 

পঞ্চগড়ের তেঁতুলিয়ার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখীর ঝড়। এতে করে সকাল বেলা হঠাৎ রাতের আঁধারে পরিণত হয়ে যায়। এদিকে বিচ্ছিন্ন ভাবে শিলা বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটের পর থেকে এই ঝড় বৃষ্টি শুরু হয়ে প্রায় ২০ মিনিটের মতো থাকে।

বিচ্ছিন্ন ভাবে ভজনপুর, বুড়াবুড়ি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বেলা ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলি মিটার। তবে এ সময়ে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার।

জানা গেছে, ভজনপুর ইউনিয়নের গণাগছ, ভুতিপুকুর ও বুড়াবুড়ি ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে বিচ্ছিন্ন ভাবে শিলাবৃষ্টি হয়েছে। এতে করে ঘরের টিন ফুটোসহ কৃষকের ক্ষেতের তিল, মরিচ, আম ও কিছু চায়না ধান ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বাতাস ও বৃষ্টির খবর পাওয়া গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে এই সময়ে শিলাবৃষ্টি বিচ্ছিন্ন ভাবে পড়বে।