• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ১২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২১, ১২:৫৫ পিএম

কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৩ একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ধানকাটা কার্যক্রমে অংশ নেয় কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 

নির্মল রঞ্জন গুহ বলেন, “আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ করোনার প্রথম ঢেউয়েও প্রান্তিক ও অসহায় কৃষককে ধানকাটার কাজে সহযোগিতা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে করোনার দ্বিতীয় ঢেউয়েও অসহায় কৃষককে ধান কেটে ঘরে তোলার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবো।”

কৃষক আবুল বেপারী বলেন, “শ্রমিক সঙ্কট ধান পেকে গেছে। নেতৃবৃন্দ ধান কেটে দেওয়ায়, আমি তাদের ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।”