• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১, ০১:১৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৩, ২০২১, ০১:১৬ পিএম

হেফাজত নেতা নূরানী গ্রেপ্তার 

হেফাজত নেতা নূরানী গ্রেপ্তার 

মুন্সিগঞ্জে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় হেফাজত নেতা ও খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জেলা সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে নূরানীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

ওসি আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। ওই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নূর হোসাইন নূরানীরকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে নূরানী সদর থানা পুলিশের হেফাজতে আছে বলে ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।