• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩, ২০২১, ০৪:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০৪:৫৫ পিএম

চুরির অপবাদে তিন কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ৫

চুরির অপবাদে তিন কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ৫

দিনাজপুরের ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদে প্রতিবন্ধীসহ তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ মে) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দায়েরকৃত এজাহারভু্ক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৫৫), মো. আব্দুল আলিমের চেলে মোমিনুল ইসলাম (২৮), মৃত ইউনুস আলীর ছেলে পলাশ (২৮), পূর্ব জাফরপুর গ্রামের মহশীন আলীর ছেলে শাকিব বাবু (২৫) এবং শহিদুল ইসলামের ছেলে শিপন ইসলাম।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গত শনিবার (১ মে) ছাগল চুরির অপবাদে শারীরিক প্রতিবন্ধী সৈয়দ শামীম হোসেন (১৬), রাকিবুল ইসলাম (১৫) ও নিশাতকে (১৬) গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার শামীম হোসেনের বাবা সৈয়দ আব্দুর রহিম ও রাকিবুল ইসলামের বাবা মোমিনুল ইসলাম বাদী হয়ে গত রোববার রাতে ফুলবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন।