• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ১২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০১:০৩ পিএম

পদ্মায় ধরা পড়ল ১৩ কেজির পাঙাশ

পদ্মায় ধরা পড়ল ১৩ কেজির পাঙাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়ল ১৩ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ১৬ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছেন।

সোমবার (৩ মে) গোয়ালন্দের কুশাহাটা এলাকায় মাছটি ধরা পড়ে।

মঙ্গলবার (৪ মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে পাঙাশ মাছ বেঁধে রাখা হয়েছে। 

মাছটি ক্রেতা মো. নুরুল ইসলাম জানান, সকালে দৌলতদিয়া ঘাট বাজারের দুলাল সরদারের আড়তে তিনি ও সম্রাট শাহজাহান শেখ মাছটি দেখে নিলামে অংশ নেন। এ সময় পাঙাশ মাছটি ওজন দিয়ে দেখেন ১৩ কেজি ১০০ গ্রামের মতো হয়েছে। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মাছটি তারা কিনে নেন।

মো. নুরুল ইসলাম আরও জানান, মাছটি বিক্রি করতে ঢাকা, কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চলে যোগাযোগ করা হচ্ছে। ১ হাজার ৩০০ টাকা কেজি দরে তিনি মাছটি বিক্রি করতে চান।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মার বড় মাছের চাহিদা সব সময়ই বেশি। নদীর পানি শুকিয়ে যাওয়ায় কাতলাজাতীয় বড় মাছ ধরা পড়ছে বেশি। পাঙাশ মাছ মাঝেমধ্যে ধরা পড়ছে।