• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২১, ০৯:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২১, ০৯:০৭ পিএম

পঞ্চগড়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে শহরের মেডিক্যাল মোড় ও কামাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালন পরেশ চন্দ্র বর্মন অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, পবিত্র রমজানে নিত‌্যপ‌ণ্যের বাজার সহনীয় রাখ‌তে মেডিক্যাল মোড় ও কামাতপাড়া এলাকায় তদার‌কি অভিযান প‌রিচা‌লনা করা হ‌য়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের সঙ্গে জ‌ড়িত থাকার অভি‌যো‌গে কুমিল্লা সুইটসকে ৫ হাজার, বিসমিল্লাহ ফার্মেসিকে ৩ হাজার ও আতিক ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।