• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ০৯:৪১ এএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ০৯:৪১ এএম

ছেড়ে দেওয়া হলো আটক দূরপাল্লার বাসগুলো

ছেড়ে দেওয়া হলো আটক দূরপাল্লার বাসগুলো

নিষেধাজ্ঞা অমান্য করায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জে আটক দূরপাল্লার ২০০ বাসকে ছেড়ে দেওয়া হয়েছে।
 
রোববার (৯মে) সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আব্দুল গণি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শনিবার (৮মে) রাতেই বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজকের পর আর কোনো দূরপাল্লার বাস কোনোভাবেই ছাড়া হবে না।

এদিকে রাত থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। তবে কোথাও যানজট দেখা যায়নি। 

আব্দুল গণি জানান, সন্ধ্যার পর থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। সারাদিন বাস বন্ধ থাকার কারণেই মহাসড়কে যানযট ছিল। 

নিষেধাজ্ঞা অমান্য করেই পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল, প্রাইভেটকার করে ঢাকা থেকে বাড়ির পথে ছুটছে মানুষ।