• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ০২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ০৩:১০ পিএম

ঋণের চাপে মানসিক রোগী, শেষে আত্মহত্যা

ঋণের চাপে মানসিক রোগী, শেষে আত্মহত্যা

সাতক্ষীরার কালীগঞ্জে একটি চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৪৫ বছর বয়সী মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১১ মে) সকালে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের তারালী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি সোনাতলা গ্রামের বাসিন্দা ও কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে কাজ করতেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মঙ্গলবার ভোরে মোশাররফ হোসেন ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন। এরপর কালীগঞ্জ ডিগ্রি কলেজের পাশে তিন রাস্তার মোড়ে হঠাৎ করে একটি চলন্ত বাসের নিজে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। তিনি ঋণগ্রস্ত হওয়ায় মানসিক হতাশায় ভুগছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।