• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ০৩:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ০৩:১৪ পিএম

হঠাৎ ঝড়ে ফেরি থেকে মাইক্রোবাস পড়ল পদ্মায়

হঠাৎ ঝড়ে ফেরি থেকে মাইক্রোবাস পড়ল পদ্মায়

দৌলতদিয়া ফেরিঘাটে হঠাৎ কালবৈশাখী ঝড়ে পন্টুনের তার ছিঁড়ে পদ্মা নদীতে একটি মাইক্রোবাস পড়ে গেছে।

মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে হঠাৎ ঝড় শুরু হলে ঢেউয়ের আঘাতে পন্টুনের তার ছিঁড়ে যায়। এ সময় পন্টুনের ওপর থাকা কালো রংয়ের নোয়া মাইক্রোবাসটি ঝাঁকুনিতে নদীতে পড়ে যায়।

ডুবুরিরা মাইক্রোবাসটি উদ্ধার করেছে। তবে এখনো কোনো যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তৎপরতা চালাচ্ছে।

মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় সম্পর্কে জানা যায়নি।