• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ০৬:১৪ পিএম

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ আটক ৮

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ আটক ৮
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশিকে আটক করে বিজিবি। ছবি- জাগরণ

 

যশোরের বেনাপোলে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এক শিশুসহ ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী শিকড়ি বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটকক ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার আমজাদ মোল্লা (৩৫), একই উপজেলার শরিফুল শেখ (৩৩) এবং তার স্ত্রী জুথী শেখ (২১) ও ছেলে ইমন শেখ (৬), সোহেল (১৮), নড়াগাতি উপজেলার পান্না ইসলাম (১৭), যশোরের অভয়নগর উপজেলার খেপী রায় (৩৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার নিতাই চন্দ্র বিশ্বাস (৬৫)। 

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তের অবৈধ পথে ভারত থেকে বেশ কিছু লোক বাংলাদেশে প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সে সময় অভিযান চালিয়ে তাদের আটক করে। অবৈধ অনুপ্রবেশের আইনে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এনএ